bdtime

বঙ্গাব্দ ꘡

আমাদের সম্পর্কে। গতিপথ বাংলা ওয়েবজিনের নীতিমালা

 





গতিপথ বাংলা ওয়েবজিনের নীতিমালা


পরিচালনা নীতি: সম্পূর্ণভাবে অব্যবসায়িক/অবাণিজ্যিক ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গতিপথ ওয়েবজিনের সকল কার্যক্রম পরিচালিত হয়।

বিজ্ঞাপন নীতি: গতিপথ বাংলা ওয়েবজিন কোনও পণ্য, দ্রব্য, মাধ্যম, ব্যক্তি বা প্রতিষ্ঠানসহ যে কোনও ধরণের বিজ্ঞাপন প্রচার অথবা ওয়েব পোর্টাল ব্যবহার করে গুগল এডসেন্স বা অন্য যে কোনও ভাবে অর্থ আয় বা অর্থ বিনিময় করে না। উল্লেখ্য, বুক রিভিউ বা বই পর্যালোচনা, আলোচনা-সমালোচনা ইত্যাদি সাহিত্যের সৃষ্টিশীল শাখা হিসেবে বিবেচিত হয়। এ ধরণের লেখাপত্র অবশ্যই বিজ্ঞাপন প্রচার হিসেবে ধরা হবে না।   

লেখক সম্মানী নীতি: অবাণিজ্যিক ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালনা করার নীতিতে গতিপথ বাংলা ওযেবজিন থেকে কোনও লেখককে তাঁর নতুন বা পুরনো প্রকাশিত লেখা বাবদ লেখক সম্মানী প্রদান বা পরিশোধ করতে বিনয় ও সম্মানের সাথে অপরাগতা প্রকাশ করবে। তবে সহৃদয় ও ভক্ত পাঠক কোনও লেখককে তার লেখার জন্য সম্মানী প্রদান করতে চাইলে গতিপথ তাকে উৎসাহিত করবে। এক্ষেত্রে তিনি সম্পাদকীয় যোগাযোগের মাধ্যমে অথবা সরাসরি লেখকের সাথে যোগাযোগের মাধ্যমে লেখক সম্মানী প্রদান করতে পারেন।   

কপিরাইট নীতি: গতিপথ বাংলা ওয়েবজিনে প্রকাশিত নতুন বা পুরনো সংকলিত লেখাসমূহ অব্যবসায়িক/অবাণিজ্যিক উদ্দেশ্যে উন্মুক্তভাবে ব্যবহারযোগ্য। তবে কোনও লেখা বাণিজ্যিক উদ্দেশ্যে যে কোনও মাধ্যমে ব্যবহার করতে চাইলে সংশ্লিষ্ট লেখক, সম্পাদক বা প্রকাশকের অনুমতিতে করা বাঞ্ছনীয়। 

পুনঃপ্রকাশ নীতি: গতিপথ বাংলা ওয়েবজিনে পুনঃপ্রকাশের ক্ষেত্রে লেখক/সম্পাদক/প্রকাশকের সম্মতিক্রমে হুবহু কোনও পরিমার্জনা ছাড়াই অথবা আংশিক পরিমার্জনাসহ পুরনো লেখাসমূহ প্রকাশিত হতে পারে।

ভাষা ও ভাষান্তর নীতি: গতিপথ বাংলা ওয়েবজিনে পৃথিবীর যে কোনও দেশ, অঞ্চল ও ভাষার লেখক ও অনুবাদকের লেখা বাংলা ভাষায় ভাষান্তরিত বা অনূদিত হয়ে প্রকাশিত হতে পারে।

লেখক সত্তা’র নীতি: গতিপথ বাংলা ওয়েবজিনে প্রকাশিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, নাটক, উপন্যাস, আলোচনা, আলাপচারিতা, প্রতিক্রিয়া, মন্তব্য বা মতামত প্রদান ইত্যাদি ক্ষেত্রে প্রত্যেক লেখকের মৌলিক সত্তা, ভিন্নমত, মুক্তচিন্তা, দর্শন ও দৃষ্টিভঙ্গিকে যথাযথ সম্মান প্রদর্শন করে ও সমীহ করে। ওয়েবজিন হিসেবে গতিপথ লেখা প্রকাশের একটি মাধ্যম মাত্র। এক্ষেত্রে প্রকাশিত লেখায় অথবা লেখকের নিজস্ব/ব্যক্তিগত মতামত বা অন্য যে কোনও মন্তব্যের দায় গতিপথ বহন করে না।

মন্তব্য ও মতামত প্রদানের নীতি: কোনও লেখা পাঠের পর পাঠক তার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যে কোনও মন্তব্য প্রকাশ করতে চাইতে পারেন। পাঠক নিজ নামে, বেনামে, নামহীন ইত্যাদি পরিচয় গোপন করেও মতামত, মন্তব্য. অভিব্যক্তি ইত্যাদি প্রকাশ করতে পারেন। তবে কুরুচিপূর্ণ, ব্যক্তিগত আক্রমণ, অশ্লীল শব্দের মাধ্যমে কাউকে হেয় করতে চাইলে এমন মন্তব্যসমূহ মুছে ফেলা হবে। এছাড়া রোবটিক টেক্সট বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সসমূহের মন্তব্য এড়াতে আমাদের মর্ডারেশন সেকশনটি চালু করতে হয়েছে। ফলে পাঠকের সকল মন্তব্য মর্ডারেশন পেরিয়ে প্রকাশ হতে কিছু সময় নেওয়া হয়।

বানান-রীতি: গতিপথের নিজস্ব কোনও বানান-রীতি নেই। লেখকের নিজস্ব কোনও বানান-রীতি থাকলে, তার প্রতি শ্রদ্ধাশীল থেকে উক্ত বানান-রীতিকে অনুসরণ করা হয়। অতীতের কোনও লেখা পুনঃপ্রকাশের ক্ষেত্রেও সে সময়কার বানান-রীতিকে অনুসরণ করা হয়ে থাকে। এ ব্যতিরেকে বানান নিয়ে পাঠক-মতামতকে আমরা গুরুত্ব দিই। টাইপো বা বানান ভুল থাকলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানাই।           

লেখা পাঠানোর শর্তাবলী: 

১। ইমেইলের মাধ্যমে লেখা পাঠাতে হবে।

২। যে কোনও বাংলা ইউনিকোড ফন্টে শুধুমাত্র ই-মেইল মাধ্যমে ওয়ার্ড (text বা doc, docx) বা পিডিএফ ফাইলে লেখা পাঠানো যাবে। 

৩। কোনও হার্ডকপি অথবা স্ক্যানকপি লেখা গ্রহণ করা হবে না।

৪। কোনও শব্দসীমা নেই। অর্থাৎ যে কোনও দৈর্ঘ্যের বা শব্দসংখ্যার লেখা পাঠানো যাবে। 

৫। লেখার সাথে প্রকাশিত বা প্রকাশিতব্য বইয়ের নাম, ধরন ও  প্রকাশের সাল উল্লেখ করতে পারেন।

৬। লেখকের সুন্দর ও পরিষ্কার রেজুলেশনের ১ টি ছবি ইমেইলে পৃথকভাবে সংযুক্ত করে পাঠাতে হবে।

লেখা প্রকাশ সংক্রান্ত নোটিশ 

গতিপথ বাংলা ওয়েবজিন বর্তমানে অনিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট দিন, তারিখ, মাস, বছর বা সংখ্যা মেনে প্রকাশ করা হচ্ছে না। যখন কোনও উপযুক্ত লেখা ইমেইলে আসছে, লেখাটি যথাযথ সম্পাদনা শেষে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি লেখা পাওয়ার পরে সম্পাদকের নিকট থেকে লেখকের ইমেইলে প্রাপ্তিস্বীকার করা হয়। তবে ছয় সপ্তাহের মধ্যে কোনও লেখা প্রকাশ না হলে তার কারণ ব্যাখ্যা সহ সম্পাদক লেখককে ইমেইলে অবহিত করে থাকবেন।         


 ইমেইল: gotipothbd@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ